BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০৮
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে ভিসিকে অবরুদ্ধ রেখেছে শিক্ষার্থীরা


জানুয়ারি ১৬, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবনে অবরুদ্ধ করে রেখেছে তারা। তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ বাহিনী ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি)।

রবিবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটাই একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছু নেয় আন্দোলনকারীরা। এসময় দ্রুত উপাচার্য ওই জায়গা ত্যাগ করে এম এ ওয়াজেদ মিয়া ভবনে এসে আশ্রয় নেন।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরে জোর ডুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ডরা তাদের বের করে দেন। উপাচার্যের নিরাপত্তার জন্য এই ভবনের সবগুলো গেইটের তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা ভবনের বাইরে বের হওয়ার সব গেইটে তালা লাগিয়ে দিয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা গেইটের বাইরে অবস্থান করছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।