BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:০৪
আজকের সর্বশেষ সবখবর

মশাল মিছিলে ধর্ষকের বিচারের দাবিতে শাবিপ্রবির শিক্ষার্থীরা


মার্চ ১০, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক: দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ষকের বিচারের দাবিতে মশাল মিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফের উত্তাল হয়ে উঠেছে।

রোববার রাত পৌনে দশটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর থেকে মশাল মিছিল শুরু করে প্রধান ফটক পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচি পালন শিক্ষার্থীরা।

মিছিল পরবর্তী সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাবাসসুম জান্নাত বলেন, “আমরা মেয়েরা যখন বাইরে যাই, নিজেদের নিরাপদ বোধ করি না। কেন আমাদের অনিরাপত্তায় ভুগতে হবে? ধর্ষণের শিকার হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয়, অথচ কুমিল্লার তনুর মতো পর্দাশীল মেয়েও ধর্ষণের শিকার হয়েছে। সেই ঘটনার বিচার আজও হয়নি। অবিলম্বে দেশে ধর্ষণের সংস্কৃতি বন্ধ করতে হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, “আমরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের ফাঁসি চাই। আপনারা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আছেন, আমাদের দাবি মানতে হবে। যতদিন ধর্ষণের বিচার না হবে, আমরা মাঠ ছাড়বো না।”

“মানুষ ভোট দেয় আঙুলের ছাপ দিয়ে, আর আমরা বুকের রক্ত দিয়ে। এই রক্তের ভিত্তিতেই সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে আমাদের বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগবে?”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, “আমরা সিলেটে দাঁড়িয়ে ধর্ষণের প্রতিবাদ করছি, কিন্তু মৌলভীবাজারের বড়লেখায় একটি শিশু ও ধর্ষণের শিকার হয়েছে। দ্রুত তদন্ত করে বিচার শেষ করতে হবে, যাতে কোনো মব কালচার দেখা না যায়। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা চাই আইনের সুশাসন নিশ্চিত হোক, এবং দ্রুত সময়ে ধর্ষকদের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হোক।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।