BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১
আজকের সর্বশেষ সবখবর

নন-ক্যাডার নিয়োগ জটিলতা কাটছে, শুরু হচ্ছে ভাইভা


মার্চ ৯, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার নিয়োগ দীর্ঘদিন ধরে আটকে আছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর কমিশনের সদস্য সংকটের কারণে আটকে থাকা পরীক্ষাগুলো শুরু করতে পারেনি সাংবিধানিক সংস্থাটি। তবে এ নিয়োগের স্থবিরতা কাটতে যাচ্ছে। শিগগিরই নন-ক্যাডারের মৌখিক পরীক্ষা শুরু করতে যাচ্ছে পিএসসি।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘সদস্য সংকট থাকায় নন-ক্যাডারের নিয়োগ পরীক্ষাগুলো শুরু করা যায়নি। তবে এখন আমাদের সদস্য বেড়েছে। ক্যাডারের ভাইভা নেওয়ার পাশাপাশি নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার ভাইভাগুলো কীভাবে নেওয়া যায়, সেই পরিকল্পনা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত নন-ক্যাডারের ভাইভা শুরু করা যাবে।’

পিএসসির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে চেয়ারম্যানসহ পিএসসির সদস্য সংখ্যা ১৬ জন। চেয়ারম্যান দাপ্তরিক নানা কাজে ব্যস্ত থাকেন। এজন্য তিনি ভাইভা বোর্ড পরিচালনা করেন না। ১৫ জন সদস্যদের মধ্যে ১০ জনকে দিয়ে বিসিএসের ভাইভা এবং পাঁচজন সদস্য দিয়ে নন-ক্যাডারের বিভিন্ন নিয়োগের ভাইভা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘নতুন সাত সদস্যকে ভাইভা বোর্ডগুলো দেখানো হচ্ছে। পিএসসি কীভাবে ভাইভা নেয়, সেটির সঙ্গে তারা পরিচিত হচ্ছেন। এরপর তাদের বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। বিসিএসের ভাইভা বোর্ড বৃদ্ধির পাশাপাশি নন-ক্যাডারের ভাইভাগুলো একই সঙ্গে নেওয়া হবে। ১০ জন সদস্য বিসিএসের ১০টি বোর্ড এবং পাঁচজন সদস্য নন-ক্যাডারের ভাইভা বোর্ড পরিচালনা করবেন।’

গত ১৮ ফেব্রুয়ারি সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও সাতজন সদস্য নিয়োগ দেয় সরকার। ইতোমধ্যে তারা শপথ গ্রহণ করে পিএসসিতে দায়িত্ব পালন শুরু করেছেন। নতুন সদস্যদের নিয়ে বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।

নতুন নিয়োগ পাওয়া সাত সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন, ড. ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী, স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম ফরহাদ উদ্দিন, ব্রি: জেনারেল (অবঃ) আনোয়ারুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।