BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৩
আজকের সর্বশেষ সবখবর

কোটি টাকায় বিক্রি হলো গাড়িটি


ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : রেকর্ড দামে বিক্রি হলো মার্সিডিজের স্ট্রিমলাইনার ধাঁচের একটি গাড়ি। ফর্মুলা ওয়ান গাড়িটি চালিয়েছিঅেলন দৌড়ের কিংবদন্তিতুল্য ব্রিটিশ চালক স্টারলিং মস ও হুয়ান ম্যানুয়েল ফাঙ্গিও। ১৯৫৫ সালে গাড়িটি চালিয়েই বুয়েনস এইরেস গ্র্যান্ড প্রি জয় করে নিয়েছিলেন আর্জেন্টিার পাঁচবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ফাঙ্গিও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, জার্মানির স্টুটগার্টে এক নিলামে গাড়িটি বিক্রি হয়েছে ৫ কোটি ১১ লাখ ৫৫ হাজার ইউরোয় (৪ কোটি ২৭ লাখ ৫০ হাজার পাউন্ড)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় শ’ কোটি টাকা।

ডব্লিউ১৯৬ মডেলের গাড়িটি সিলভার রঙের। এটি এত মোটা অঙ্কে বিক্রির মাধ্যমে নতুন রেকর্ড হলো। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া এটিই এখন গ্র্যান্ড প্রিক্স গাড়ি। সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়ির তালিকায় দ্বিতীয়তে রয়েছে এই গাড়ি। বর্তমানে বিশ্বে এই মডেলের মাত্র চারটি গাড়ি রয়েছে। চারটির মধ্যে একটি স্টুটগার্টে বিক্রি হওয়া এই গাড়ি।

এর আগে ফাঙ্গিওর আরেকটি গাড়ি এই রেকর্ড গড়েছিল। তা ছিল মার্সিডিজ ডব্লিউ১৯৬। ১৯৫৪ সালে তৈরি করা হয়েছিল গাড়িটি। যা ২০১৩ সালে এক নিলামে ১ কোটি ৯৬ লাখ পাউন্ডে (কর ও কমিশন ছাড়া) বিক্রি হয়।

এ পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়িটিও মার্সিডিজ কোম্পানির। যা ১৯৫৫ সালে তৈরি ৩০০ এসএলআর উহলেনহাউট কুপ স্টোর্টস কার। ১৩ কোটি ইউরোয় গাড়িটি ২০২২ সালে বিক্রি করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।