BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪১
আজকের সর্বশেষ সবখবর

বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নজরুল, সম্পাদক হারুন


জানুয়ারি ১৫, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি : দীর্ঘ এক যুগ পর সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিজয়ী হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম সিকদার ঘোড়া প্রতিক নিয়ে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মটর সাইকেল প্রতিক নিয়ে সেলিম হায়দার পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে হারুন অর রশিদ বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুর রহমান শাওন মোরগ প্রতিকে ২৬২ভোট পেয়েছেন।সহসভাপতি পদে আব্দুর রউফ সিএনজি প্রতিকে ৭ শত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী

ইসলাম উদ্দিন কলসি প্রতিকে ২৫৪ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মুখলেছুর রহমান দোয়াত কলম প্রতিক নিয়ে ৪৪৩ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে ৪০৭ ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন বাজারের বাদাঘাট বাজার বনিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার  তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী।

নির্বাচনে বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি পদে ৭ জন, সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং কোষাধক্ষ পদে ৩ জনসহ মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বিপরীতে ১২২৯ ভোটের মধ্যে ১২০১ জন ভোটার তাদের ভোট প্রদান করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।