শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট




বিদেশি নম্বর থেকে আসা ফোনকল থেকে সাবধান

777 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশের নম্বর থেকে অপ্রত্যাশিত ফোন পাচ্ছেন অনেকে। যেসব নম্বর থেকে কখনো ফোন আসার কথা নয়। এরপরও ফোন আসছে। এ ব্যাপারে অভিযোগ রয়েছে, এসব নম্বর থেকে আসা ফোনের পেছনে দুষ্টু চক্র রয়েছে।

প্রতারক চক্র ফোন করে চাকরি, লটারি কিংবা উপহার দেয়ার প্রলোভন দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। তাদের দেয়া ফোন অপরপ্রান্তের ব্যক্তি রিসিভ করার পর কথার মাধ্যমে কৌশলে ব্যক্তিগত ও আর্থিক সব তথ্য হাতিয়ে নেয়। এরপর ব্যাংক অ্যাকাউন্ট অথবা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে থাকে। এসব কারণে বিদেশি নম্বর থেকে আসা ফোনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সব বিদেশি ফোন প্রতারণামূলক হয়ে থাকে না। অনেক সময় প্রবাসে থাকা প্রিয়জন কিংবা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনরাও ফোন করে থাকেন। যা বৈধ ফোন। এসব বৈধ ফোনের সঙ্গে প্রতারকদের ফোনের ধরন খানিকটা আলাদা হয়ে থাকে।

প্রতারকরা প্রথমে মিসড কল দিয়ে কৌতূহলের সৃষ্টি করে থাকে। এতে কিছুক্ষণ পর ভুক্তভোগী নিজেই ফোন ব্যাক করেন। আবার কখনো কখনো কুরিয়ার সার্ভিস বা চাকরিদাতা প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে জরুরি তথ্য নেয়ার অজুহাতেও একাধিকবার ফোন করে থাকে। এ জন্য এ জাতীয় ফোন রিসিভ করা বা ব্যাক করা থেকে বিরত থাকতে হবে।

এছাড়া যেকোনো ধরনের সন্দেহজনক নম্বর থেকে আসা ফোনের নম্বর যাচাই বা ব্যবহারকারীর পরিচয় জানার জন্য ফোনে ট্রু-কলার অ্যাপ ব্যবহার করতে পারেন। পাশাপাশি নম্বরগুলো থেকে দ্বিতীয়বার বা পরবর্তীতে ফোনা আসা বন্ধ করতে ওই নম্বরগুলো ব্লক করতে পারেন।

আন্তর্জাতিক নম্বর থেকে প্রতারক চক্রের ব্যবহৃত ফোন নম্বরগুলোর মধ্যে পাঁচটি আন্তর্জাতিক কোড বেশি দেখা যায়। কোডগুলো হচ্ছে +৯২ (পাকিস্তান), +৮৪ (ভিয়েতনাম), +৬২ (ইন্দোনেশিয়া), +১ (যুক্তরাষ্ট্র) ও +৯৮ (ইরান)। এ কারণে এসব কোডের নম্বর থেকে ফোন আসলে সতর্ক হতে হবে। আর আপনার নম্বরে যদি একাধিক বিদেশি নম্বর থেকে বারবার ফোন আসতে থাকে, তাহলে বুঝতে হবে নম্বরটি অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD