BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৭
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশি তিন তরুণ


সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ষষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশি তিন তরুণ।

বিজয়ীরা হলেন- ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ। তারা সবাই ‘ক্যালিব্রেটর-জেড’ দলের সদস্য।

আইটি ও রোবটিক্স বিভাগে দুটি স্বর্ণপদক এবং বিশেষ পুরস্কার হিসেবে মালয়েশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অর্গানাইজেশন পুরস্কার জিতছেন তারা।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় বুধবার। প্রতিযোগিতায় বিশ্বের ১৫টি দেশের প্রায় তিনশ উদ্ভাবক দল অংশ নেয়।

স্বর্ণপদক পাওয়া তরুণরা জানান, এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশের উদ্ভাবক দল ক্যালিব্রেটর-জেড শুধু এবারই নয়, এর আগেও বিভিন্ন দেশে বিজ্ঞান, আইটি ও রোবটিক্স সেক্টরে বেশ কয়েকবার স্বর্ণপদক জিতেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।