বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

399871398 627627589328990 3589644347398996451 n - BD Sylhet News




বানিয়াচং প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বরেছেন, বাংলাদেশে যখনই জাতীয় নির্বাচন আসে তখনই একটি গোষ্টী একটি উন্নয়ন বিরোধী চক্র বিভিন্ন যড়যন্ত্রে লিপ্ত হয়। তাই এদের বিরুদ্ধে স্থানীয় সরকারের সকল চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ সহ দেশের আপামার জনগোষ্টীকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, এদের সকল প্রকার ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্ধোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

এ সময় তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশের ব্রীজ-কালভার্ট,যোগাযোগ ব্যাবস্থার অভূতপূর্ব উন্নয়ন এবং দেশের সকল মেঘা প্রকল্পের বাস্তবায়ন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে।  জাতির জনক স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। অথএব আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে আরও উন্নয়ন হবে।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্ধোধন শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্টিত জনসভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের স্থানীয় ৩য় বারের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি এডঃআব্দুল মজিদ খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলজিআরডি’র প্রধান প্রকৌশলী আক্তারুজ্জামান, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, জার্মান আওয়ামীলীগের সাধারণ সম্পদক আব্বাস চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হুসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক আংগুর মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, শেখ শামসুল হকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও উপজেলা আওয়ামিলীগ এর সকল ইউনিটের নেতাকর্মী এবং স্হানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD