বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে ৩৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট হাইওয়ে রোডের দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ ফুয়াদ হাসান সাকিব (২৮) উপজেলা ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ মিয়ার পুত্র, রাসেল মিয়া (২৮) একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মহরম আলীর পুত্র ও জুনায়েদ মিয়া (২০) উম্মেদ আলীর পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদেরর খবর পেয়ে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁনের দিক নির্দেশনায় সেকেন্ড অফিসার শামস্ -ই তাব্রীজ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ফুয়াদ হাসান সাকিব ও রাসেল মিয়ার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে থানার সেকেন্ড অফিসার সামস্-ই তাব্রীজ জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি বলেন মাদক নির্মুলে মাধবপুর থানা পুলিশ বদ্ধপরিকর।