BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

টানা দ্বিতীয়বার ফাইনালে বরিশাল


ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এবারও সেই তামিমের নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে দলটি। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ফাইনালের টিকিট নিশ্চিত করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশালের ভাষায় ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন তামিম ইকবাল। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘মনুরা কেমন আছো?’। গত আসরেও ফাইনালে উঠার পর একই বার্তা দিয়েছিলেন তামিম। এবারও সেই ঐতিহ্য বজায় রাখলেন এই অভিজ্ঞ ওপেনার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগং কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন শামীম পাটোয়ারি। পারভেজ হোসেন ইমন ৩৬ রান যোগ করেন। বরিশালের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী, ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া কাইল মায়ার্স ২টি এবং রিশাদ হোসেন ও এবাদত হোসেন ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন তাওহীদ হৃদয়। ডেভিড মালান করেন ৩৪ রান এবং তামিম ইকবাল ২৯ রান করেন। চিটাগং কিংসের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন খালেদ আহমেদ।

এদিকে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। এ ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিরোপার লড়াইয়ে নামবে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দারুণ আত্মবিশ্বাসী তামিম বাহিনী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।