BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সর্বদলীয় বৈঠক শুরু, আছে বিএনপি-জামায়াত


জানুয়ারি ১৬, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে এ সংলাপ শুরু সন্ধ্যা ৭টা পর্যন্ত চলার কথা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে যমুনায় পৌঁছেছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

তবে আমন্ত্রণ পেয়েও বৈঠকে অংশ নিচ্ছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) আজ বৃহস্পতিবার বিকেল চারটার কিছুক্ষণ আগে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় পার্টিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে এই সর্বদলীয় বৈঠক করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।