মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে রাজু কৈরি (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
সে উপজেলার সুরমা চা বাগান এলাকার সুভাষ কৈরির ছেলে।
এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সেলিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল রবিবার দিবাগত রাতে ঢাকা বাটারা থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, রাজু কৈরি জধলঁ নামে ফেইজবুক আইডি থেকে ইসলাম, নামায ও ওজু নিয়ে কটুক্তি করে পোস্ট করে। পরবর্তীতে তার বন্ধু সুরমা চা বাগানের আব্দুল লতিফ মেম্বারের ছেলে মোঃ বিল্লাল মিয়া (২৫) স্কীনশট দিয়ে মা বাবার রাজপুএ ছেলে নামে পেইজবুক আইডিতে পোস্ট করে বিষয়টি সবার নজরে আনেন। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা চাপা ক্ষোভ দেখা দেয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার এর নির্দেশে রাজু কৈরীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, রাজু কৈরীকে গ্রেফতার করা হয়েছে।