বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
নিহত মারুফ মিয়া উত্তর স্নানঘাটগ্রামের গেদা মিয়ার ছেলে।
এরআগে বিকেল ৫টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন মারুফ।
স্থানীয়রা জানান, মারুফ মিয়া নামে ওই কাঠ মিস্ত্রি প্রতিবেশী আমির মিয়ার বাড়িতে বেশ কয়েকদিন যাবত কাঠের কাজ করছিল। মঙ্গলবার কাজ করার এক পর্যায়ে সে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুমাইয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেন।