BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:০১
আজকের সর্বশেষ সবখবর

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না সিজানের


জুলাই ১৬, ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাহুবল প্রতিনিধি::- হবিগঞ্জের বাহুবলে স্কুল থেকে বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্র সিজান মিয়া (১২) নামের এক ছাত্রের। ঢাকা গামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬১) একটি যাত্রীবাহি বাস তাকে চাপ দিলে ঘটনাস্থলেই তার দেহ থেতলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকেনা নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

তার এমন অবস্থা দেখে উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধের ফলে উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে।

নিহত স্কুল ছাত্র মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের কবির মিয়ার ছেলে। সে স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিজান বাইসাইকেল নিয়ে মহাসড়কের তিতারকোনা পয়েন্টে আসা মাত্রই বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী ইউনিক পরিবহন উল্টো দিক থেকে এসে তাকে চাপ দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের ও বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।