বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




সিলেটে ছিনতাই হওয়া ৫টি টমটম উদ্ধার, গ্রেফতার ২

Screenshot 20230922 155556 AndroVid - BD Sylhet News




বিডি সিলেট ডেস্ক:: সিলেটের ওসমানীনগর উপজেলায় পৃথক অভিযানে ছিনতাই হওয়া ৫টি ব্যাটারিচালিত রিকশা (টমটম) উদ্ধার ও ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে থানাপুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে এসব রিকশা উদ্ধার ও দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার ভুরভুরিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে দয়াল মিয়া (৩৬) ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার চাপরতলা গ্রামের মো. ইকবাল হোসেন (৩৩)।
সিলেট জেলাপুলিশের সহকারি সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. সম্রারাট তালুকদার জানান, স্থানীয় টমটমচালক মো. শামীম হোসেন (২৪) তার ভাড়ায় চালিত রিকশাটি নিয়ে প্রতিদিনের মতো গত ১১ সেপ্টেম্বরও ওসমানীনগরের গোয়ালাবাজার এবং তাজপুরসহ বিভিন্ন জায়গায় ভাড়ায় যাত্রী পরিবহন করছিলেন। ওই দিন সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে গোয়ালাবাজার যাত্রীছাউনিতে তিনি তার রিকশা নিয়ে অপেক্ষমান অবস্থায় থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা শামীমকে ভাড়া করে কাশিকাপন যাওয়ার কথা বলে রিকশায় উঠে।

এক পর্যায়ে শামীম তাদের নিয়ে ফকিরপাড়া রাস্তার মুখে পৌছার পর ছিনতাইকারীরা পিছন দিক হতে রশি দিয়ে তার হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে তাকে মারধর করে রাস্তার পাশের একটি ঝোপের ভেতর লেফ টমটম ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

এ বিষয়ে ওসমানীনগর থানায় শামীম মামলা দায়ের করলে বুধবার রাতে ওসমানীগর থানাপুলিশের একটি দল তাজপুর এলাকায় অভিযান চালিয়ে শামীমের ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধার এবং দয়াল ও ইকবালকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া আরও ৪টি রিকশা উদ্ধার করে পুলিশ।

আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশন দেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD