BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ওসমানী হাসপাতাল থেকে নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার


জানুয়ারি ১৩, ২০২২ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম:: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ নারী চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় হাসপাতালের আউড ডোর এর নিচতলা লিফ্ট এর সামনে খালি জায়গায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- লুৎফা বেগম রুবি (২৪), রুবিনা (২৪), মিলন বেগম (৩০), সালমা (৩৫), হালিমা (৩০)। তারা সবাই হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাসিন্দা।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ মার্কা লকেট যুক্ত স্বর্ণের চেইন, যার ওজন ১৪ আনা ৪ রতি জব্দ করেছে। মূল্য অনুমান-৬৮,৭৫০ (আটষট্টি হাজার সাতশত পঞ্চাশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা অসহায় মানুষের কাছ থেকে স্বর্ণের চেইন ধৃত টাকা পয়সা কৌশলে চুরি করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।