BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২১
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশা: কলকাতা ও সিলেটে নামল ঢাকার ৬ ফ্লাইট


ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ছয়টি ফ্লাইট সিলেট ও ভারতের কলকাতায় অবতরণ করেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সোমবার এ তথ্য জানান।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে রোববার রাত ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত সময়ে ছয়টি যাত্রীবাহী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সিলেট ও কলকাতা বিমানবন্দরে যায়।

“সকাল সাড়ে ১০টার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে।”

মূলত ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কমে গেলে উড়োজাহাজ অবতরণে এই সমস্যা হয়।

সেজন্য পরিস্থিতি বুঝে  ফ্লাইটগুলোকে নিকটস্থ যেসব বিমানবন্দরে জরুরি অবতরণ করার নির্দেশ দেওয়া হয়।

গত ১৭ নভেম্বর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শীতকালে ঘনকুয়াশার কারণে ঢাকায় উড়োজাহাজ অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করবে।

সেজন্য শাহ আমানত সপ্তাহে চার দিন, বাকী তিন দিন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয় বেবিচক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।