বিডিসিলেট ডটকম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সুনামগঞ্জে আসেছন ১লা ফেব্রুয়ারি। ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া কেন্দ্রীয়-বিভাগীয় নেতৃবৃন্দের সরব উপস্থিতি থাকবে সম্মেলনে।
এদিকে, কর্মী সম্মেলনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। হাছননগর এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালযের ইসলামিক সেন্টার মিলনায়তনে এ সভা চলে বুধবার বেলা সাড়ে ১১টায়।
মতবিনিময় সভায় জেলা জামায়াতে আমীর তোফায়েল আহমদ খাঁন জানিয়েছেন, সুনামগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করতে যাচ্ছে জামায়াত। সমাবেশ সফলে করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াত নায়েবে আমীর মুমতাজুল হাসান আবেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলাম, পৌর জামাত আমীর আব্দুস সাত্তার মামুন।