BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৩
আজকের সর্বশেষ সবখবর

ইন্ডিজের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের 


জানুয়ারি ২০, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ফলে কঠিন হলো ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি টিকিটের বিষয়টি। সরাসরি টিকিটের জন্য আরও ৩ পয়েন্ট লাগবে টাইগ্রেসদের।

সোমবার (২০ জানুয়ারি) সেইন্টে কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটিতে ৯ উইকেট ও ১৮ ওভার ২ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। হেলি ম্যাথিউস করেন সেঞ্চুরি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে ফারজানা ফিরলেও মুর্শিদা-শারমিনের ব্যাটে ৪৪ রানের জুটি আসে দ্বিতীয় উইকেটে। এরপর একে একে মুর্শিদা, জ্যোতি, শারমিনরা ফিরলে ১২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ৫৪ রানের জুটি ভালো সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষদিকে মাত্র ২২ রানে ৬ উইকেট হারিয়ে ধসে পড়ে টাইগ্রেস ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৯৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক হেলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফের ব্যাটে ওপেনিং জুটিতেই ১৬৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ ৭০ রানে ফিরলেও ম্যাথিউস তুলে নেন সেঞ্চুরি। তাতেই ১৮ ওভার ২ বল আর ৯ উইকেট হাতে রেখে সহজ জয় পায় ক্যারিবীয়রা।

সিরিজের প্রথম ওয়ানডে হেরে বিশ্বকাপে কোয়ালিফাই করার পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। সরাসরি টুর্নামেন্টে জায়গা পেতে বাকি দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট আদায় করেই নিতে হবে জ্যোতিদের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।