BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৮
আজকের সর্বশেষ সবখবর

কানায় কানায় পূর্ণ ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল


জানুয়ারি ১৫, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, রইসুল কোররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ী সংলগ্ন ঐতিহাসিক বালাই হাওর অভিমুখে লাখো জনতার পদভারে মুখরিত হয়েছে। বাদ জোহর থেকে ঈসালে সাওয়াবের বিশাল পেন্ডালে তিল ধারনের ঠাই নেই। বালাই হাওরের আশপাশে ১০ টি গাড়ী পার্কিং স্পট ইতোমধ্যে গাড়ীতে ভরে গেছে। সিলেট-জকিগঞ্জ রোডের বাইপাস পযেন্ট থেকে শতশত গাড়ীর বহর তীব্র যানজটের কারনে আটকা পড়েছে।

এদিকে দুপুর ১২টা থেকে আগত মেহমানদের জন্য শিরনীর পেন্ডালে শুরু হয়েছে খাবার বিতরণ। শতশত প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় অত্যন্ত সুষ্টুভাবে খাবার বিতরণ চলছে।

বাদ জোহর মাহফিলে ভক্ত-মুরিদানের উদ্দেশ্যে তা’লিম তরবিয়ত প্রদান করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী। মাহফিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শবর্তি দেশ ভারতের প্রচুর পরিমান মুসল্লী অংশগ্রহণ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।