রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




হবিগঞ্জে পানির সেচ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

sa 1736223403 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় বেশ কিছু ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ জানুয়ারী) বিকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার জয়নগর এলাকাবাসী রত্না নদী থেকে কৃষি জমিতে পানি সেচ দিতে থাকেন। এসময় রিচি এলাকার যুবলীগ ও ছাত্রলীগ নেতা এবং নুর মিয়ার ছেলে ওয়াসিম উদ্দিন, জসিম উদ্দিন ও জাবেদ মিয়াসহ বেশ কয়েকজন বাঁধা দেন। তারা জানান, নদী তারা লিজ নিয়েছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাঁধানোবাদ হয়। এক পর্যায়ে ওয়াসিম ও জসিম তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। একে পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।

গুলিবিদ্ধ ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির মঙ্গলবার সকালে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন। তবে গুলির বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD