শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে সেই রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ৩০০ সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে




ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাকাত এনে শ্রীমঙ্গলে ডাকাতি করায় চন্দু ডাকাত

8c0ee 2df5f958a7 long - BD Sylhet News




শ্রীমঙ্গল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাকাত এনে শীমঙ্গলে ডাকাতি করায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য চন্দু ডাকাত। পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত চন্দু স্বীকারোক্তি দিলে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত ডাকাতি মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুদীপ্ত শেখরসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার গুলহাঁও এবং দুর্গানগর গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মহরম আলী (৩৭) ও রশিদ মিয়া (২৭) কে আটক করেন।

আটককৃত ডাকাত মহররম আলী দুর্গানগর গ্রামের আব্দুল মতিন এর ছেলে ও মহররম আলী গুলগাঁও গ্রামের মফিজ মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ৩১ আগস্ট রাত ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর বিহারী বস্তি গ্রামের জনৈক আব্দুর রশিদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট প্রায় -১১ লক্ষ ৬৯ হাজার টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় থানায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর ডাকাত ধরতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে মাঠে কাজ করে পুলিশের একটি টিম। পরে ডাকাতির এ ঘটনায় চন্দু মিয়া নামের এক ডাকাত পুলিশের হাতে আটক হয়। আটককৃত ডাকাত চন্দু পুলিশের জিজ্ঞাসাবাদে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়ে জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত মহররম আলী ও রশিদ মিয়াসহ আরও কয়েকজন ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এনে তারা সবাই মিলে শ্রীমঙ্গলে ডাকাতি করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই ডাকাতকে শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD