মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম ::
সকল ফাঁসির আসামীদের পূর্ণ বিচারের আগ পর্যন্ত সাধারণ জীবনযাপনের দাবিতে মানববন্ধন নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে: বাসদ সিলেটে নদী থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল, নৌকাসহ আটক ১৬ মালয়েশিয়ায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু সিলেটে চিনিকান্ডে দুই বিএনপি নেতা স্থায়ী বহিস্কার আ.লীগের যেসব নেতা গ্রেফতার হয়েছেন এইচএসসি পরিক্ষায় ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল খাবার ধীরে ধীরে খাওয়ার উপকারিতা সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ সাংবাদিক হেনা মমোর পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্দ বড়লেখায় খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১




ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের সংঘর্ষে রণক্ষেত্র সিলেট

04 - BD Sylhet News




বিডিসিলেট প্রতিবেদক :  সিলেটের বন্দরবাজারে ব্যবসায়ী ও সিনএজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ২৫ থেকে ৩০টি যানবাহন ভাঙচুর হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে সোয়া ২টা পর্যন্ত চলে সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে সড়কে অটোরিকশা পার্ক করে যাত্রী ওঠানো-নামানো নিয়ে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মার্কেটের সামনে সিএনজিচালিত এক অটোরিকশার চালক যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন। এতে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অটোচালকরা পিছু হটেন।

পরে পাল্টাপাল্টি ধাওয়ায় বন্দরবাজার, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট রণক্ষেত্র হয়ে ওঠে। এ সময় বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় সিটি মার্কেটের পাঁচটি দোকান ভাঙচুর করেন অটোচালকেরা।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, ব্যবসায়ীদের সঙ্গে প্রাইভেটকার ও অটোরিকশার চালকদের সংঘর্ষ হয়েছে। এতে অনেকে হতাহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD