শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
মাহমুদ হোসেন খান:: এই শীতের মৌসুমে ষাঁড়ের খেলা দিয়ে জুয়া খেলা বন্ধ করতে হবে। শীতের মৌসুমে আসলেই জোয়ারিরা ব্যস্ত হয়ে পড়ে এই ষাঁড়ের খেলা নিয়ে। বাংলাদেশের মানুষ কেন যেন প্রতিবাদ করে না। এই খেলা দিয়ে কোটি কোটি টাকাও রোজগার করে জোয়ারিরা। এ অপরাধের বিরুদ্ধে থানায় অভিযোগ করে না এবং এর থেকে ভাল অংকের বখরা মিলতে পারে, অনেক স্থানে জুয়াড়িগণ স্থানীয় পুলিশ ও রাজনীতিবিদদের সমর্থন পেয়ে থাকে। বর্তমানে ষাঁড়ের খেলা দিয়ে জুয়া বা বাজি ধরার যে ভয়াবহতা তাতে এ আইন কঠোর করা জরুরি হয়ে পড়েছে। আমার মনে হয় বিশ্বের কোথায় নেই এই ষাঁড়ের খেলা নিয়ে জুয়া খেলা। কারণ প্রতিটা প্রাণী এই পৃথিবীতে স্বাভাবিক ভাবে বাঁচতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে একটি পশু প্রাণীকে নির্যাতন বা হত্যা করলে কঠোর শাস্তির বিধান রয়েছে । কিন্তু আমাদের বাংলাদেশেে শাস্তির ব্যবস্থা থাকত তাহলে পশু প্রাণী দিয়ে জুয়া খেলা বন্ধ থাকতো।