শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ অপরাহ্ন
হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় ঘুমিয়ে থাকা মা-বাবার পাশ থেকে নবজাতক চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার রাতে ওই নবজাতকের বাবা বাবুল মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২১ দিন বয়সী ওই নবজাতকের নাম নুসরাত জাহান ফাতেমা। ফাতেমা বাবুল মিয়া ও লিজা বেগমের দ্বিতীয় সন্তান।
জানা গেছে, বাবুল মিয়া ও লিজা বেগম শনিবার রাতে তাদের আড়াই বছর বয়সী ছেলে রবিউল মিয়া ও নবজাতক ফাতেমাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে লিজা বেগমের ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান ফাতেমা খাটে নেই। এ সময় তিনি ঘরের জানালা খোলা দেখতে পান। সকালে খোঁজাখুঁজি করেও ফাতেমার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানান তারা।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত নবজাতক চুরির রহস্য উদঘাটনের ব্যাপারে আশাবাদ জানান তিনি।