মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুর উদ্দিন নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর উদ্দিন লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের নখলাদাম গ্রামের বাসিন্দা। তিনি হুরগাও মসজিদে ইমামতি করতেন।
স্বজনরা জানান, হুরগাও মসজিদে থেকে ইমামতি করতেন তিনি। প্রয়োজনীয় কাজে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথি মধ্যে ধল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।