BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত


জুন ৭, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে পৃথকভাবে উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্বগড় গ্রামের আরকান মিয়ার পুত্র রামিম মিয়া (১৬) ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামের আমির হোসেন তালুকদারের পুত্র উসমান মিয়া তালুকদার (২৬) বজ্রপাতে মারা গেছেন।

জানা যায়, রামিম মিয়া বাড়ির পুকুর পাড়ে ছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি ছিল না। হঠাৎ করে বজ্রপাতে হলে গুরুতর আহত অবস্থায় জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে রামিম মিয়া মারা যায়। অপরদিকে হাওড় থেকে গরু নিয়ে বাড়ির আঙ্গিনায় আসার পথে বজ্রপাতে মারা গেছেন উসমান তালুকদার।

বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।