বিডি সিলেট ডেস্ক : দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও জননেতা এম ইলিয়াস আলী সন্ধানের দাবিতে ৩নং ওয়ার্ড সিলেট মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে মিছিলটি চৌহাট্রা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কাজলশাহ গিয়ে শেষ হয়।
সাগরদিঘীর পাড়ের বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও রাজীব কুমার দে রাজুর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: শামীম আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড যুবদল নেতা ও সাবেক যুগ্ম সম্পাদক এম. এ লাহিন, মহানগর বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ, আলী আহমদ, সেলিম মিয়া, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ আহমদ, দুলাল আহমদ প্রমুখ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
