BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩
আজকের সর্বশেষ সবখবর

গুগল প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ, সতর্ক হবেন যেভাবে


মার্চ ১৯, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারছেন। তবে এই প্লে স্টোরেও রয়েছে ক্ষতিকর অ্যাপ। যা একেবারে আসল অ্যাপের মতোই দেখতে। হ্যাকরা এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন ডাটা চুরি করে।

এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে অসংখ্য অ্যাপ সরিয়ে নিয়েছে, তা ক্ষতিকর বুঝতে পেরে। ওই অ্যাপগুলোর মধ্যে কোস্পাই স্পাইওয়্যার ছিল। এই ম্যালওয়্যার উত্তর কোরিয়ার হ্যাকারদের দল এপিটি৩৭-এর তৈরি। অ্যাপগুলো ডাউনলোড করলে সেই ব্যবহারকারীদের স্পর্শকাতর তথ্য যথা কল লগ, এসএমএস, ডিভাইস লোকেশনের মতো বহু তথ্য হ্যাকারদের কবলে চলে যেতে পারে।

ফোন ম্যানেজার, ফাইল ম্যানেজার, স্মার্ট ম্যানেজার, কাকাও সিকিউরিটি এবং সফটওয়্যার আপডেট ইউটিলিটির মতো অ্যাপের ভেতরেই ছিল ওই ম্যালওয়্যার। তবে যেহেতু প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপগুলো, তাই ভয়ের কিছু নেই। তবে আশঙ্কা এরপরও থাকছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনো কোনো ডিভাইস বা কোনো ‘থার্ড পার্টি সোর্স’-এর মধ্যে থাকতে পারে ওই স্পাইওয়্যার। এই স্পাইওয়্যারের নানা রকম ‘ক্ষমতা’। এরা এসএমএস ও কল লগ হাতিয়ে নিতে পারে, ডিভাইস লোকেশন ট্র্যাক করতে পারে সহজেই। এছাড়া ফাইল ও ফোল্ডারের অ্যাক্সেস, রেকর্ড অডিও, ছবি তোলা, স্ক্রিনশট নেওয়া, কিস্ট্রোক রেকর্ড করা এমনকি ওয়াই-ফাই নেটওয়ার্কের ডিটেইলস সংগ্রহ করতে পারে।

>> আপনার ডিভাইসে কোনো সন্দেহজনক অ্যাপ থাকলেই উড়িয়ে দিন। তাছাড়া গুগল প্লে প্রোটেক্ট ‘এনাবেল’ করে রাখুন
>> ক্ষতিকর অ্যাপকে স্ক্যান করে চিহ্নিত করতে।
>> কোনো থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না।
>> নিয়মিত আপনার ডিভাইসের সফটওয়্যার আপডেট করতে থাকুন।
>> অ্যাপ ডাউনলোড করার সময় কোন কোন ক্ষেত্রে অ্যাক্সেস দিচ্ছেন তা খতিয়ে দেখুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।