BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৪
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থবার গ্র্যামি জয়, বড় সিদ্ধান্ত নিলেন শাকিরা


ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : পপ গায়িকা শাকিরা, যার গান ও নাচে বুঁদ সারা বিশ্ব। কাজের সম্মাননা হিসেবে তার ঝুলিতে আছে অসংখ্য পুরস্কার। সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ গ্র্যামি রয়েছে তিনটি।

এদিকে শনিবার (১ জানুয়ারি) তার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন আরও এক পালক, চতুর্থবারের মতো গ্র্যামি জিতলেন গায়িকা।

নিজের জন্মদিনে গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শাকিরা। পুরস্কার উৎসর্গ করেছেন ‘অভিবাসী ভাইবোন’দের। তিনি বলেন, আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।

এ সময় বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। পুরস্কার শাকিরার হাতে তুলে দেন জেনিফার লোপেজ।

পুরস্কার গ্রহণের পাশাপাশি দর্শকদের সম্মোহিত করেছেন তার পারফর্মেন্স। পুরস্কারের আসরে গায়িকার বেলি ড্যান্স মুগ্ধ করেছে সবাইকে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।