BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ২১ হাজার ৫৬৪ জন গ্রেফতার


ফেব্রুয়ারি ২, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২১ হাজার ৫৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বলা হয়েছে, গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৮৮৩ জনকে , ৪ হাজার ৬৬৮ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে এবং ৩ হাজার ১৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে ঢুকার চেষ্টা করার সময় ১ হাজার ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৯০ জনকে গ্রেফতার এবং পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে। সূত্রে: আরব নিউজ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।