BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


জানুয়ারি ১৯, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জ শহরের বাইপাস রোড সড়কে একটি ডোবা থেকে মঞ্জব আলী (৫৩) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মৃত মঞ্জব আলী সদর উপজেলার লোকড়া ইউনিয়নের লোকড়া গ্রামের রওশন আলীর ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান-বাইপাস রোড সড়কে অবস্থিত আধুনিক স্টেডিয়াম এলাকার একটি ডোবার কাদাযুক্ত পানির মধ্যে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন-মৃত মঞ্জব আলী একজন মানুষিক ভারসাম্যহীন বলে জানা গেছে। মরহেদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।