শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম ::
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর জুমার খুতবা চলাকালে নামাজ পড়া যায়? কুমড়ার বীজ অতিরিক্ত খেলে হতে পারে যেসব বিপদ মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প হবিগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ৫ সারাদেশে হামলা ভাঙচুরের যত ঘটনা একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল এ বয়সে আমি কি বেডসিন করব: বাপ্পারাজ কমলগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার রোজার পণ্যে ভরপুর বাজারে দামও কম ‘স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি হবো ইঞ্জিনিয়ারের মা’ ‘যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না’ বিশ্বজুড়ে হইচই ফেলা ডিপসিক এবার বিধিনিষেধের কবলে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

সিলেটে ভারতীয় ‘বুঙ্গার’ আপেল জব্দ, তিনজন আটক

Untitled 1 copy 27 - BD Sylhet News




বিডিসিলেট ডটকম : সিলেটে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ‘বুঙ্গার’ আপেল জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সিলেট–গোলাপগঞ্জ সড়কের চারমাইল হাজীরবাজার এলাকায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানে থাকা ১০ হাজার ৫৩৫ কেজি ভারতীয় আপেল জব্দ করে মহানগর পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়।

আজ রোববার বেলা সাড়ে ১২টায় মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা সিলেটের জৈন্তাপুরের হেমু হাউদপাড়া গ্রামের নাজিম উদ্দিন (২৬), জকিগঞ্জের হাজারীচকের জুনেদ আহমদ (৩২) ও নারায়ণগঞ্জের মদনপুর কেউডালা গ্রামের মো. নুর হোসেন (৪২)।

ভারত থেকে অবৈধ পথে আসা এসব পণ্য সিলেটে ‘বুঙ্গার মাল’ হিসেবে পরিচিত। এর আগে একাধিকবার ভারতীয় চিনি, কাপড়, প্রসাধনসামগ্রী জব্দ হলেও এবারই প্রথম বিপুল পরিমাণ আপেল জব্দ হলো।

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর পুলিশের মোগলাবাজার থানা–পুলিশ সিলেট–গোলাপগঞ্জ সড়কের চারমাইল হাজীরবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যান ফেলে পালানোর চেষ্টা করেন চালকসহ কয়েকজন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। জব্দ করা আপেলের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, জব্দ করা আপেল সিলেটের জকিগঞ্জের আলতাফ মিয়া নামের এক ব্যক্তির। সিলেটের জৈন্তাপুরের হরিপুর থেকে নগরের কদমতলী ফল বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক ব্যক্তিরা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

সিলেট মহানগর পুরিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। পুলিশ পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা আপেলগুলোর ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

শেয়ার করুন...














বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৫
Design & Developed BY Cloud Service BD