রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রিকশার যাত্রী এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সিতারা বেগম (৮০) নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামের মৃত কটু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিতারা বেগম তার মেয়ে হাজেরা বেগমকে নিয়ে একটি কাজে রশিদপুর বাজারে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টার দিকে একটি রিকশাযোগে তারা বাড়ি ফেরার পথে বাজারেই ঢাকাগামী একটি গাড়ি তাদের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিতারা বেগম মারা যান। এ ঘটনায় সিতারা বেগমের মেয়ে হাজেরা বেগম গুরুতর আহত হন এবং রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, ঘাতক গাড়ি শনাক্তে আমরা কাজ করছি। এদিকে, মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করতে নিহতের স্বজনরা আবেদন করেছেন। জেলা প্রশাসনের আদেশ-সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।