BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুক গ্রেপ্তার


সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : নাশকতার মামলার আসামি সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা।

গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর ওয়ার্ডের বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।