মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম ::
সকল ফাঁসির আসামীদের পূর্ণ বিচারের আগ পর্যন্ত সাধারণ জীবনযাপনের দাবিতে মানববন্ধন নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে: বাসদ সিলেটে নদী থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল, নৌকাসহ আটক ১৬ মালয়েশিয়ায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু সিলেটে চিনিকান্ডে দুই বিএনপি নেতা স্থায়ী বহিস্কার আ.লীগের যেসব নেতা গ্রেফতার হয়েছেন এইচএসসি পরিক্ষায় ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল খাবার ধীরে ধীরে খাওয়ার উপকারিতা সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ সাংবাদিক হেনা মমোর পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্দ বড়লেখায় খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১




বাক্কোর নেতৃত্বে ইব্রাহিম ও আলিম

bacco 20240915163051 - BD Sylhet News




তথ্য প্রযুক্তি ডেস্ক : বিজনেস আউটসোর্সিং ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) নেতৃত্ব পুনর্বিন্যস করা হয়েছে। সংগঠনটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অটোমেশন সল্যুশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তানভীর ইব্রাহিম।

গত ১২ সেপ্টেম্বর পারিবারিক কারণে সাবেক সভাপতি ডিজিকন টেকনোলজিস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

অন্যদিকে শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ৮ সেপ্টেম্বর সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফিফোটেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন পদত্যাগ করায় এ দায়িত্ব পেয়েছেন উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যনির্বাহী কমিটির ১১০তম বৈঠকে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। রোববার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিরত তথ্যানুযায়ী- ১২ সদস্যের এ কমিটিতে পরিচালক পদে আবারও একজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি হলেন এ এস কে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত। যুগ্ম-সাধারণ সম্পাদক থেকে সহ-সভাপতি হয়েছেন মাই আউটসোর্সিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক তানজরুল বাশার।

পরিচালক পদ থেকে স্কাইটেক সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ-ই আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগের মতো অর্থ সম্পাদক পদে রয়েছেন ইমপেল সার্ভিস অ্যান্ড সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক। সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট থেকে পরিচালক হয়েছেন টাইমন এএসএল কল সেন্টার লিমিটেডের আবুল খায়ের।

কমিটির বাকি পরিচলকরা হলেন- এনরাউট ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আবু দাউদ খান, নবেল আইটি সল্যুশনের ফজলুল হক, আয়েশা সার্ভিসের জায়েদ উদ্দিন আহমেদ ও মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সল্যুশনের মেহদী হাসান জুলফিকার।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD