শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
বিডিসিলেট ডটকম : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত অভিযানে অবৈধ উপায়ে আনা দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপি’র একটি টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপি’র দায়িত্বপূর্ণ লামাপুঞ্জি সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে আনা ১৩ হাজার ৯৯৭ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম, ১৭ হাজার ৭৬৬ পিস ভারতীয় চশমা, ৬৪৮ পিস ভারতীয় মুভ স্প্রে, ১ হাজার ৩৭ পিস ভারতীয় জনসন ক্রিম, ১ হাজার ৭১০ পিস ভারতীয় হোয়াইট টন ক্রিম, ৫০ পিস ভারতীয় কাতান শাড়ি, ১৭৮ কেজি ভারতীয় পোস্তদানা ও ২৪০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬৯০ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা যায়নি।