মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের অফিস দাতা ও প্রথম জীবন সদস্য, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী।
এক অভিনন্দন বার্তায় দানবীর ড. রাগীব আলী বলেন, রাষ্ট্রকাঠামো থেকে স্বৈরাচার দূর হওয়ার পর দেশের অন্যান্য ক্ষেত্রের ন্যায় গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে এসেছে। এতদিন কোন গণমাধ্যমই স্বাধীনভাবে সংবাদ পরিবেশ করতে পারেনি, সাংবাদিকরা নিরপেক্ষ ভাবে কাজ করতে পারেননি। সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দক্ষ নেতৃত্বে প্রেসক্লাবের গতিশীলতা ফিরে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সিলেট অনলাইন প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করে দানবীর ড. রাগীব আলী বলেন, অতিতের ন্যায় আগামী দিনেও সিলেট অনলাইন প্রেসক্লাবের যেকোন প্রয়োজনে আমি পাশে থাকব ইনশাআল্লাহ।