BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্ত্র ও মাদক উদ্ধার


সেপ্টেম্বর ৫, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বিভিন্ন আবাসিক হলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছেলেদের ৫টি হল থেকে ২৭টি সামুরাই, ৯টি হেলমেট, বিপুল পরিমাণ লোহার পাইপ ও নেশা সামগ্রীর বোতল উদ্ধার করা হয়।

এসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোজাম্মেল হক জানান, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।