রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম ::
সিলেটে ২৯৮ বস্তা চোরাই চিনিসহ আটক ২ সুদের টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কি? সুনামগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক বিপিএলে প্লে-অফ খেলতে কোন দলের সামনে কী সমীকরণ পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিরিজের মাঝপথে ছিটকে গেলেন দুই ভারতীয় তারকা ৮ জেলায় শৈত্যপ্রবাহ, রয়েছে বৃষ্টির আভাস আমিরাতে রোববার রাতে শবে মেরাজ সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৬৭ দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছেলেকে নি’র্যা’ত’ন সিলেটে গাড়ির মালিককে ছিনতাইকারী সাজিয়ে গ্রে’ফ’তা’র ৬ দিন থেকে কলেজছাত্রী নি*খোঁ*জ! সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩




প্রেমিকের সঙ্গে নববধূ যাওয়ার খবরে স্বামীর বিষপান!

yyy 20240314 215106086 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : চাঁদপুরে প্রেমিকের সঙ্গে নববধূ চলে যাওয়ার খবর শুনে শ্বশুরবাড়িতে বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন স্বামী ইবাদ খান। ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় নববধূর বাবার ভাড়া বাসায়।

খোঁজ নিয়ে জানা যায়, ৮ মার্চ সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁও এলাকার খান বাড়ির খোরশেদ আলম খানের একমাত্র ছেলে ইবাদ খানের সঙ্গে কোড়ালিয়া এলাকার খাদিজা আক্তারের বিয়ে হয়। ওই দিনই বধূকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বামীকে বাসরঘরে ঢুকতে দেননি। পরদিন সকালে বিষয়টি মাকে জানান ইবাদ। সব ঠিক হয়ে যাবে বলে ইবাদকে ধৈর্য ধরতে বলেন মা। ওই দিন আনুষ্ঠানিকতা শেষে নববধূকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। সঙ্গে আসেন বরও। গত সোমবার আবারও স্বামীর বাড়িতে যাওয়ার কথা থাকলেও অসুস্থতার দাবি করে মঙ্গলবার যাওয়ার কথা বলেন স্ত্রী। কিন্তু সোমবার রাতেই একটি চিঠি লিখে প্রেমিকের সঙ্গে চলে যান।

মঙ্গলবার সকালে বিষয়টি নিজের মা-বাবাকে জানান স্বামী। ওই দিন বিকালে ইবাদের বাবা খোরশেদ আলম ও মা সুলতানা বেগম তার শ্বশুরবাড়িতে যান। এ নিয়ে মেয়ের বাবাকে থানায় অভিযোগ করতে বলেন তারা। এ সময় ইবাদ শ্বশুরবাড়ির অন্য কক্ষে ছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ স্বজনরা দেখেন ইবাদ বিষপান করে ছটফট করছেন। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। বুধবার ময়নাতদন্তের পর বিকালে জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নববধূর বিচার চেয়েছেন ইবাদের স্বজনরা।

বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নববধূকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ছেলের মা-বাবা ভেঙে পড়েছেন। তারা স্বাভাবিক হলে মামলা করবেন বলেছেন।’

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD