বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আহত ৯

Untitled 1 Recovered samakal 64f74a7cdd3ec - BD Sylhet News




নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন একটি সিএনজি ফিলিংস্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেনারেটর বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফিলিং স্টেশনের কর্মচারি বিরতি পেট্রোল পাম্পের কর্মচারি মুহিন (২৫), ইমন (২৫), মিনহাজ (২৮), লুৎফুর (২৬) ও নগরের সুনামগঞ্জের শাল্লার অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪০), জালালাবাদ টুকেরবাজার জাঙ্গাইলের গিয়াস উদ্দিনের ছেলে তারেক (৩৫), নগরের এয়ারপোর্ট এলাকার খলাউড়া কুরবান টিলার গণি মিয়ার ছেলে রুমেল (২৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুরের জাবেদ আহমদের ছেলে রিপন আহমদ (২৪), জালালাবাদ নিকুঞ্জ আবাসিক এলাকার আরশ আলীর ছেলে রুমান (২৩)।

জানা যায়, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরই আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ৯ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, জেনারেটর কক্ষে গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুনের মাত্রা কম থাকার কারণে ফিলিং স্টেশনটি ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল। তবে আগুন লাগার পরই ৭ জন কর্মচারি ও ২ পথচারি দগ্ধ হলে স্থানীয়রা তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সরেমজিন দেখা গেছে, নগরের পূর্ব মিরাবাজার দাদাপীরের মাজার সংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে জেনারেটর কক্ষে গ্যাস লাইন বিচ্যুত হয়ে আগুন লাগার ঘটনার পর পরই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আগুনের ধোয়ার কুন্ডুলীতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এলাকাটি। উৎসুক জনতা তখন আশপাশে গিয়ে ভীড় করেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ওই এলাকায় অবস্থান নিয়ে আগে উৎসুক জনতাকে সরিয়ে দেন এবং ঘন্টাখানেক চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD