সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক : সিলেট নগরীর আম্বরখানা থেকে ইয়াবার চালানসহ গ্রেফতারকৃত তিন মাদক কারবারিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে।পরে শুনানি শেষে বিচারক আসামীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতারকৃতরা হলেন-জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মৃত মোজাম্মিল আলীর ছেলে মুহিবুর রহমান (৪০), সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২) ও বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০)।
এর আগে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের আম্বরখানা এলাকার পেট্রোল পাম্পের সামন থেকে এই তিনজনকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।পরে তাদের সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসা থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫০ হাজার টাকা ও দুটি চেক বই জব্দ করে। এ অভিযানে মোট ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান. ইয়াবার এতো বড় চালান কে বা কারা নিয়ে এসেছে, আরও চালান এসেছে বা আসবে কি না এসব বিষয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে কিছু তথ্য মিলেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না।এছাড়া গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য বেরিয়ে আসবে।