শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট




বিয়ের জন্য পুরুষের যেসব গুণগুলো থাকা জরুরি

purusss 20230706121523 - BD Sylhet News




লাইফস্টাইল ডেস্ক : প্রিয় পুরুষটি কেমন হবে তা ভেবে মেয়েরা মনে মনে অনেক ছবি এঁকে থাকে। প্রিয় পুরুষের আচরণ, কথা বলা, হাসি সবকিছুতেই তারা মুগ্ধ হতে চায়। যখন বিয়ের প্রসঙ্গ আসে, মেয়েরা তার প্রিয়তমর মাঝে কিছু বৈশিষ্ট্য দেখতে চায়। কিছু গুণ থাকে, যা যেকোনো পুরুষকে সহজেই আকর্ষণীয় করে তোলে। চলুন জেনে নেওয়া যাক, বিয়ের ক্ষেত্রে পুরুষের কোন বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি-

হাসিখুশি পুরুষ
গোমড়া মুখের মানুষকে কে পছন্দ করে? গাম্ভীর্য আর গোমড়া মুখ এক জিনিস নয়। অনেকে গম্ভীর সাজতে গিয়ে গোমড়া মুখো হয়ে বসে থাকেন। এ ধরনের পুরুষকে মেয়েরা পছন্দ করে না। কারণ মেয়েরা চায় তার পছন্দের পুরুষটি যেন সব সময় হাসিখুশি থাকে। তাই মন খুলে হাসতে শিখুন। সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করুন। এতে আপনার মন যেমন ভালো থাকবে তেমনই সবার পছন্দের একজনও হয়ে উঠতে পারবেন।

আর্থিক স্বচ্ছলতা
বিয়ে মানে কেবল স্বপ্ন নয়, বরং অনেক নতুন দায়িত্ব পালন করাও। তাই বিয়ের আগে অবশ্যই আপনাকে আর্থিকভাবে স্বচ্ছল থাকতে হবে। কারণ যোগ্যতা থাকার পরও অর্থাভাবে থাকা ভালো কিছু নয়। যে মেয়েটি আপনার সঙ্গে জীবন জড়াবে, সে নিশ্চয়ই যেচে এসে কষ্টের ভেতর পড়তে চাইবে না? তাই নিজের আর্থিক ভিত্তি শক্ত করা জরুরি। এতে কোনো মেয়ে আপনাকে ফিরিয়ে দেওয়ার আগে দু’বার ভাববে।

সুন্দর বেশভূষা
আপনার রুচি কেমন তার অনেকটাই প্রকাশ ঘটে আপনার পোশাকের দিকে তাকালে। প্রথম দেখায়ই আপনাকে যেন ভালোলেগে যায় সেজন্য সচেতন হতে হবে পোশাকের ক্ষেত্রেও। এমন পোশাক পরুন যাতে একই সঙ্গে আপনার রুচি, ফ্যাশন সেন্স সবই প্রকাশ পায়। আপনার সঙ্গে মানানসই এমন পোশাকই বেছে নিন। প্রথম দেখায়ই পাত্রী ‌‌‘হ্যাঁ’ বলে দেবে।

বাড়তি কথা না বলা
অনেক পুরুষ আছেন যারা অতিরিক্ত কথা বলেন। তারা যেকোনো বিষয়ে নিজের একটা মত দিয়ে দেন, তাতে কেউ তার মতামত চান বা না চান। এ ধরনের পুরুষকে কেউ পছন্দ করে না। তাই কথা বলার সময় সতর্ক হোন। কোনটা বলা উচিত, কোনটা উচিত নয় সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন।

​সম্মান দিন
নারীরা সবার আগে সম্মান চান। একজন পুরুষের কাছে তারা সম্মান পেলে সহজেই গলে যান। তাই নারীদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন। প্রশংসা করতে শিখুন। এ ধরনের স্বভাব আপনার মধ্যে থাকলে মেয়েরা খুব সহজেই পছন্দ করবে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD