শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম ::
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর জুমার খুতবা চলাকালে নামাজ পড়া যায়? কুমড়ার বীজ অতিরিক্ত খেলে হতে পারে যেসব বিপদ মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প হবিগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ৫ সারাদেশে হামলা ভাঙচুরের যত ঘটনা একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল এ বয়সে আমি কি বেডসিন করব: বাপ্পারাজ কমলগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার রোজার পণ্যে ভরপুর বাজারে দামও কম ‘স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি হবো ইঞ্জিনিয়ারের মা’ ‘যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না’ বিশ্বজুড়ে হইচই ফেলা ডিপসিক এবার বিধিনিষেধের কবলে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

৪ সন্তানসহ ভারতীয় যুবকের কাছে পাকিস্তানি নারী, অতপর…

pakistan woman children 1688393166 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : প্রেমের টানে চার সন্তানসহ ভারতে এসে বসবাস করা এক পাকিস্তানি নারী ও তার সঙ্গী ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে নয়দা পুলিশ। সোমবার (৩ জুলাই) দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের নয়দা শহরের একটি বাসা থেকে সীমা নামের ওই নারী ও তাকে আশ্রয় দেয়া ভারতীয় যুবক শচিনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ওই নারীর চার সন্তানকে পুলিশ হেফাজতে রাখা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টু ডের প্রতিবেদনে বলা হয়, নয়দা পুলিশের ডেপুটি কমিশনার সাদ মিঞা খান জানান, অনলাইন গেম পাবজি খেলার সূত্রে নয়ডার বাসিন্দা ওই যুবকের সঙ্গে পরিচয় ঘটে ২৮ বছর বয়সী ওই পাকিস্তানি নারীর। তারপর অনলাইনে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়তে থাকে এবং এক পর্যায়ে চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে নেপালে যান ওই নারী। তারপর নেপাল থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকেন তিনি।

সড়কপথে বাসে করে সন্তানসহ ওই নারী উত্তরপ্রদেশে এসে পৌঁছালে সেখানে তাকে গ্রহণ করেন ওই যুবক। তারপর তাদের নিয়ে নয়ডার রাবুপুরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন তিনি। ওই নারীর কাছে ভারতে বসবাসের জন্য বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

বাড়ির মালিক ব্রিজেস জানিয়েছেন, তারা মে মাসে এই ফ্ল্যাটটি ভাড়া নেয়। ওই দম্পতি জানিয়েছেন তারা আদালতে বিয়ে করেছেন এবং এই চার শিশু তাদের সন্তান। তিনি আরও বলেন, ওই নারী যেভাবে ভারতীয়দের মতো শাড়ী ও সালোয়ার-কামিজ পরতেন তা দেখা বোঝার উপায় ছিল না তিনি পাকিস্তানি।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে নয়ডার ওই বাসায় গিয়ে ওই যুবক এবং নারীকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সাদ মিঞা খান বলেন, ‘ওই পাকিস্তানী নারী এবং তাকে আশ্রয়দাতা যুবক— দুজনই বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। ওই নারীর চার সন্তানকেও হেফাজতে রাখা হয়েছে।’

‘এখন তাদের দু’জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আরও তথ্য আমরা জানাতে পারব,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন...














বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৫
Design & Developed BY Cloud Service BD