BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৪
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত


জুন ৩, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের এক মিটার রিডার নিহত হয়েছেন।

শনিবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের কায়সাারনগর ও সাহেব বাড়ি গেইটের মধ্যবর্তী স্থানে গ্রামীণ এ ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম (৩৭) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়েন বড়দল গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহত ফরিদুল রাস্তা পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ জানান, নিহত ফরিদুল ইসলাম ৪ বছর আগে মিটার রিডার পদে চাকরিতে যোগ দিয়েছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।