BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৭
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে মঞ্চে হার্ট অ্যাটাকে তরুণীর মৃত্যু


ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক তরুণী মারা গেছেন। শতাধিক অতিথির সামনে নাচার সময় হঠাৎ মঞ্চে ঢলে পড়েন তিনি। রোববার (৯ ফেব্রুয়ারি) ভারতের বিদিশা জেলার এক রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ বছর বয়সী পরিনিতা জৈনের মৃত্যু হয়। তিনি ইন্দোরের বাসিন্দা এবং চাচাতো বোনের বিয়েতে যোগ দিতে বিদিশায় এসেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গায়ে হলুদের অনুষ্ঠানের সময় বলিউডের জনপ্রিয় গান ‘লেহরা কে বলখা কে’-র তালে নাচছিলেন পরিনিতা। একপর্যায়ে তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান এবং সাড়্য়ালুদে বন্ধ করে দেন। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই সিপিআর লয়ার চেষ্টা করেন, তবে কোনো সাড়া মেলেনি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরিনিতা এমবিএ গ্র্যাজুয়েট ছিলেন এবং ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জ এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। পরিবার সূত্রে জানা গেছে, তার এক ছোট ভাই মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।

এটি মধ্যপ্রদেশে প্রথম ঘটনা নয়, এর আগে গত অক্টোবরে আগর-মালওয়া জেলায় ক্রিকেট খেলতে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। একইভাবে, ইন্দোরে একটি যোগ অনুষ্ঠানে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।সূত্রে: এনডিটিভি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।