BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


জানুয়ারি ২৮, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ-আরএফএল এর কর্মচারী টিটন মিয়া (২৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিটন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীর গাঁও গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে বের হয়ে প্রাণ-আরএফএল কোম্পানিতে কাজে যাওয়ার পথে নুরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে টিটন মিয়া গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে টিটন মিয়া মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল এ তথ্য নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আহত টিটন মিয়া মারা গেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।