রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশকালে বাংলাদেশি আটক

ed643060533ea421beb3038483c3b130eb59c22bfe79a151 - BD Sylhet News




অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ২৭বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ওই বাংলাদেশিকে আটক করে দেশটির সেনাবাহিনী।

মালয়েশিয়ার সেনাবাহিনীর দ্বিতীয় পদাতিক ডিভিশন জানিয়েছে, মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কেলানতান রাজ্যের সুঙ্গাই গোলোক নদীর তীর অতিক্রম করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক। এ সময় তাকে আটক করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, প্রথমে মালয়েশিয়ার সুঙ্গাই গোলোক নদীর তীরে তিন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। এর মধ্যে দুজন নদী পার হয়ে থাইল্যান্ডের দিকে পালিয়ে যায়।

অপরজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, ট্যুরিস্ট ভিসা, মোবাইল ফোন, ব্যাগ, বাংলাদেশি ও মালয়েশিয়ার বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়। তাকে বাংলাদেশি বলে জানানো হয়েছে। তবে তার নাম-পরিচয় জানানো হয়নি। শুধুমাত্র বয়স ২৭ বছর বলে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য ওই বাংলাদেশিকে তানাহ মেরাহ জেলা পুলিশ সদর দফতরে (আইপিডি) হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, আটক বাংলাদেশির দেয়া প্রাথমিক তথ্য মতে তিনি বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ থেকে একটি ফ্লাইটে করে প্রথমে থাইল্যান্ডে যান। এরপর পাচারকারীরা তাকে মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নিয়ে আসে। সীমান্তে নেয়ার আগে পাচারকারীরা তাকে সুঙ্গাই গোলোক নদী পার করে মালয়েশিয়ায় প্রবেশের ব্যবস্থা করে দিবে প্রতিশ্রুতি দেয়। কিন্তু তাকে ফেলে পালিয়ে যায় তারা।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD