রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

j001 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কলেজের মাটি ভরাটের কাজ নিয়ে বিএনপি নেতা ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার জোরারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, তাঁর সহযোগী মামুন, জামায়াত সমর্থক জামাল উদ্দিন, তাঁর সহযোগী আলাউদ্দিন ও মো. আলী। আহতদের মধ্যে জামাল উদ্দিন, মামুন ও আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নে ৮০ কোটি টাকার কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই টেন্ডারে কলেজের একটি অংশে ভবন নির্মাণের জন্য মাটি ভরাট করার কথা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মাটি ভরাটের কাজ পেতে বিএনপি নেতা মাসুকুল আলম সোহান ও জামায়াত সমর্থক জামাল উদ্দিন চেষ্টা করছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার সকালে জামাল উদ্দিন লোকজন নিয়ে জোরারগঞ্জ বাজারে শোডাউন দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আহত মাসুকুল আলম সোহানের ভাষ্য, টেক্সটাইলে মাটি ভরাট কাজ নিয়ে জামালের সঙ্গে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার সকালে জামালের লোকজন বাজারে শোডাউন দিয়ে মামুন নামে তাঁর এক সমর্থককে মারধর করে। এ বিষয়ে জানতে চাইলে তারা তাঁর ওপরও হামলা করে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

জোরারগঞ্জ থানা জামায়াত ইসলামীর আমির নুরুল হুদা হামিদী জানান, জামাল উদ্দিন জামায়াতের সাংগঠনিক লোক। সে জোরারগঞ্জ টেক্সটাইলের উন্নয়ন কাজের ওয়ার্ক অর্ডার নিয়ে করতে গেলে বিএনপির বাধা দেয়। পরে জামাল ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এতে জামায়াতের ৪-৫ জন কর্মী আহত হয়েছেন। উভয় পক্ষের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

এবিষয়ে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভবন নির্মাণ কাজে মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহবুব আলম বলেন, কলেজে মাটি ভরাটের কাজ কাউকে দেওয়া হয়নি। ভরাট কাজের জন্য বালু ও মাটির নমুনা নিয়ে আসলে স্থানীয় বিএনপি ও জামায়াতে নেতা-কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটে।

এবিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরীর মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি একটি মিটিংয়ে রয়েছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জোরারগজ্ঞ থানার ওসি শিফাতুল মাজদার জানান, সংঘর্ষের খবর পেয়ে তৎক্ষণাৎ জোরারগঞ্জ বাজারে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কোনো পক্ষেই থানায় অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD