শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট




জামিন নিতে গিয়ে আ. লীগের ৮ নেতা কারাগারে

Untitled 5 copy - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : জামালপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ থানায় ৫টি নাশকতার মামলায় মাদারগঞ্জ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন না মন্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির ডাক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আতোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জামিল হাসান তাপস বলেন, বিভিন্ন নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকায় আদালত জামিন নামঞ্জুর করে তাদের আদালতে পাঠিয়েছেন।

গত বছর ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ মডেল থানার এসআই শোভন সাহা ছাড়াও শাহীন শাহ ও আবদুল আল মামুন মাদারগঞ্জ মডেল থানায় এসব মামলা করেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD